• প্রয়াত ফুলবাড়ি-২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: প্রয়াত ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নীরেন্দ্রনাথ রায় (৭০)। বুধবার গভীর রাতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বৃহস্পতিবার ফুলবাড়িতে ছিল শোকের ছায়া। তৃণমূলের প্রাক্তন প্রধানকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতাকর্মী উপস্থিত ছিলেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। প্রথমদিকে তিনি সিপিএমে ছিলেন। ২০১৪ সালে তিনি তৃণমূলে যোগ দেন।
  • Link to this news (বর্তমান)