সংবাদদাতা, শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের পরও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে র্যাগিং। ফিজিক্যাল মেডিসিন বিভাগের ফিজিওথেরাপির প্রথম বর্ষের এক ছাত্রী পুলিসে এই অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ফাঁড়ি এই অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছে।
ওই ছাত্রীর অভিযোগ, সরস্বতী পুজোর দিন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তাঁকে হস্টেলে আসতে বলেছিল। দূরে থাকায় সে আসতে পারবে না জানানোর পর থেকেই তাঁর উপর মানসিক নির্যাতন চলছে। ওই ছাত্রী পুলিসে অভিযোগ দায়েরের আগে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির কাছে লিখিতভাবে একই অভিযোগ জানান। তার ভিত্তিতে কমিটিও আলাদা করে পুলিসকে এ বিষয়টি জানিয়েছে বলে মেডিক্যাল কলেজ ফাঁড়ির পুলিস জানিয়েছে। অ্যান্টি র্যাগিং কমিটির এক সদস্য জানিয়েছেন, আমরা আমাদের মতো করে বিষয়টি পুলিসকে জানিয়েছি। তদন্ত করে দেখা হবে।