• যুদ্ধ সরঞ্জাম তৈরিতে সেনার নজর বাংলায়
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় সেনা সহ দেশের সার্বিক প্রতিরক্ষা ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পে উৎপাদিত বিভিন্ন যুদ্ধ সরঞ্জামের ব্যাপক চাহিদা রয়েছে। ক্ষুদ্র শিল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে এক নম্বরে থাকলেও এতদিন প্রতিরক্ষা ক্ষেত্রে তারা তেমন কোনও সাফল্য পায়নি। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেই দরজাই খুলে দিল।  


    বাংলার ক্ষুদ্র শিল্প উৎপাদনকারীরা যাতে তাঁদের তৈরি নানা সরঞ্জাম সেনাকে সরবরাহ করতে পারেন, সেই লক্ষ্যে সম্মেলনে এবারই প্রথম বিশেষজ্ঞদের নিয়ে আলোচনার ব্যবস্থা করেছিল রাজ্য। ভারতীয় সেনা, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সহ প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংস্থার পদস্থ কর্তা সেখানে যোগ দেন। সেনাকে যুদ্ধ সরঞ্জাম সহ অন্যান্য পণ্য সরবরাহের জন্য বেশ কিছু প্রোটোকল মেনে চলতে হয়। সেই বিষয়গুলির সমস্যা-সম্ভাবনার দিকগুলি আলোচিত হয় সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সম্মেলনের শেষ দিনে ক্ষুদ্র শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে এক্ষেত্রে রাজ্য আরও এগবে এবং প্রচুর কর্মসংস্থান হবে। 


    বৃহস্পতিবারের আলোচনা সভায় ভারতীয় সেনার তরফে কর্নেল অরবিন্দ সাহাবদি সহ অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করতে দেখা যায় ক্ষুদ্রশিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে এবং স্পেশাল সেক্রেটারি মেঘনাদ দে-কে। কীভাবে এক্ষেত্রে রাজ্যের অংশগ্রহণ বাড়ানো যায়, তার পরিকল্পনা করতে আগামী দিনে একাধিক ওয়ার্কশপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 
  • Link to this news (বর্তমান)