• শ্যামপুর ২ নম্বর ব্লক অফিসের  একটি গেট বন্ধ করায় প্রতিবাদ
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সরকারি দপ্তরে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষের যাতায়াতের জন্য দু’টি গেট থাকলেও তার মধ্যে একটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল শ্যামপুর ২ নম্বর ব্লক প্রশাসনের বিরুদ্ধে। এমনকী, বন্ধ থাকা গেটের বাইরে নির্মাণকাজ হওয়ারও অভিযোগ উঠল। এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে শ্যামপুর ২ নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে উলুবেড়িয়ার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।


    শ্যামপুর ২ নম্বর বিডিও অফিসে প্রবেশের জন্য দু’টি গেট রয়েছে। এখানে একাধিক সরকারি দপ্তর আছে। অভিযোগ, সম্প্রতি দক্ষিণ দিকের প্রবেশ পথ বন্ধ করে সেখানে নির্মাণ কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য, বিভিন্ন কাজে প্রশাসনিক ভবনে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। কোনও কারণে দুর্ঘটনা ঘটলে ভিতরে থাকা মানুষ বেরনোর পথ পাবে না। এ প্রসঙ্গে শ্যামপুর ২ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খান বলেন, কোনওভাবে সরকারি ভবনের গেট বন্ধ করা যায় না। আমরা প্রবেশপথটি সচল রাখার জন্য মহকুমা শাসকের কাছে আবেদন জানিয়েছি। শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা বলেন, ওই গেটটি দীর্ঘদিন বন্ধ ছিল। এমনকী, রাতের অন্ধকারে ওই গেট টপকে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে যাচ্ছিল। সেকারণেই ওই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদি দেখা যায়, এর ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, তাহলে বিকল্প চিন্তাভাবনা করা হবে।
  • Link to this news (বর্তমান)