• পুর পরিষেবা বাবদ খরচের নয়া  তালিকা প্রকাশ চুঁচুড়া পুরসভার
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিভিন্ন পরিষেবা বাবদ খরচের নতুন তালিকা প্রকাশ করল চুঁচুড়া পুরসভা। সম্প্রতি এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। পুর কর্তাদের দাবি, বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাস থেকেই খরচের এই নতুন তালিকা কার্যকর হবে। 


    পুরসভা সূত্রে জানা গিয়েছে, জন্ম ও মৃত্যুর শংসাপত্র, জমির মিউটেশন কিংবা অনুষ্ঠান হল ভাড়া নেওয়ার জন্য যে ফর্ম পাওয়া যেত, তা ৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। পুরসভার অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য আগে নাগরিকদের ৫০০ টাকা দিতে হতো। নতুন তালিকা অনুযায়ী এবার ৭০০ টাকা দিতে হবে। মৃতদেহ দাহ করার জন্য এতদিন ৭০০ টাকা দিতে হতো। এবার থেকে সার্টিফিকেট, চালি সহ মোট ১০০০ টাকা দিতে হবে। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের খরচ ১০০০ টাকা বেড়েছে। জলের গাড়ি ভাড়া নেওয়ার খরচ ৪০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০০ টাকা। অন্যদিকে, এতদিন পর্যন্ত কোনও ক্লাব বা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে পুরসভা নিখরচায় জলের গাড়ি সরবরাহ করত। দুঃস্থদের জন্য অর্ধেক খরচ বা নিখরচায় শবদেহ বহনকারী গাড়ি দেওয়া হতো। এবার থেকে এই ধরনের পরিষেবার খরচও বহন করতে হবে। 


    সাম্প্রতিককালে চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের ভাতা দেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। পুরসভার এই নতুন সিদ্ধান্ত কার্যত সেই আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা বলে মনে করা হচ্ছে। যদিও চুঁচুড়া পুরসভার বাসিন্দাদের একাংশের বক্তব্য, ‘অনেক পরিষেবারই মূল্যবৃদ্ধি করা হয়েছে। অনেক দুঃস্থ পরিবারের পক্ষে এই বর্ধিত খরচ বহন করা সম্ভব নয়।’ তবে নতুন তালিকায় যৎসামান্য মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে দাবি চুঁচুড়া পুরসভার। পুর চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘বাসিন্দাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা ভেবে এতদিন অধিকাংশ পুর পরিষেবা আমরা কার্যত নিখরচায় দিতাম। বর্তমানে খরচ চালানোর জন্য ভাড়া যৎসামান্য বাড়ানো হয়েছে।’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুলেন্স, শবদেহ বহনকারী গাড়ি, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের মতো আবশ্যিক পরিষেবা জারি রাখতে প্রচুর সংখ্যক কর্মী ও গাড়ির প্রয়োজন হয়। দিনে দিনে বাড়ছে তেলের দাম। পুর পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতেই খরচ সামান্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
  • Link to this news (বর্তমান)