• বারুইপুরে ব্যবসায়ীকে ভোজালির বাট দিয়ে মেরে লুটের অভিযোগ
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: বৃহস্পতিবার দিনে দুপুরে দুঃসাহসিক লুটপাটের ঘটনা ঘটল বারুইপুর শহরে। অভিযোগ, দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর হাত-পা বেঁধে, ভোজালির বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে, দুষ্প্রাপ্য সামগ্রী ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। জখম ব্যবসায়ী মহম্মদ জাকির হোসেন মোল্লাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিশালাক্ষীতলার এই  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিস আসে। তারা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদিও রাত পর্যন্ত এ নিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানা।


    বারুইপুর-ক্যানিং রোডের ধারে জাকিরের পুরনো ফার্নিচারের দোকান।  সেখানেই তাঁর বাড়ি। ৩০ বছর ধরে অ্যান্টিক মূর্তি, পয়সা, পুরনো আসবাব ইত্যাদি বিক্রি করেন তিনি। আক্রান্ত ব্যবসায়ী বলেন, নামাজ সেরে বেলা দেড়টা নাগাদ দোকানে আসি। সেই সময় চারজন ভিতরে ঢুকে বলে, খাট কিনতে এসেছি। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক। তাদের মধ্যে দু’জন কয়েকদিন ধরেই পুরনো খাট কিনবে বলে দোকানে এসে খোঁজ নিয়েছে। এদিন দুপুরে তাদের খাট দেখানোর সময়, হঠাৎ দু’জন ভোজালি বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। বাকি দু’জন আমার হাত বেঁধে ফেলে। এরপর ২০ লক্ষ টাকা দাবি করে ওরা। জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে বলে। আমি চিৎকার করলে ভোজালির বাট দিয়ে মাথায় আঘাত করে। তখন মাটিতে লুটিয়ে পড়ি। ওরা চম্পট দেয়। আমি আতঙ্কে আছি।’


    পুলিসের অনুমান, খাট দেখার নাম করে দুষ্কৃতীরা আগেই রেকি করে গিয়েছিল। এদিন সেই পরিকল্পনা মতো এসে ব্যবসায়ীকে টার্গেট করে। বেশ কিছু অ্যান্টিক সামগ্রী, রুপোর কয়েন, পুরনো দুষ্প্রাপ্য ঘড়ি এবং নগদ টাকা খোয়া গিয়েছে বলে খবর। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে এর পিছনে আর্থিক লেনদেনের ঘটনা আছে কি না, তাও খতিয়ে দেখছেন তাঁরা। জানা গিয়েছে, দু’টি বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। তদন্তের স্বার্থে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)