স্কুলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক অশিক্ষক কর্মী
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্কুলের ভিতরে শৌচালয়ে নিয়ে যাওয়ার নাম করে শিশু পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। অভিযোগের তির স্কুলেরই এক অশিক্ষক কর্মীর দিকে। নির্যাতিতা শিশুর বয়স আড়াই বছর। উত্তরপাড়া থানা এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটেছে। এর জেরে স্কুল চত্বর অভিভাবকদের বিক্ষোভে চরম বিশৃঙ্খলা ছড়াল। আটক করা হয়েছে অভিযুক্তকে অশিক্ষক কর্মীকে।
অভিভাবকদের দাবি, কয়েক মাস আগে উত্তরপাড়ার ওই ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হয় খুদে পড়ুয়া। সম্প্রতি শিশুটি অসুস্থ হয়ে পড়ে। যৌনাঙ্গের সমস্যা নিয়ে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান বাবা-মা। তাতেও বিশেষ সুরাহা হয়নি। কথা বলতে বলতে, স্কুলের অশিক্ষক কর্মীর কথা জানতে পারেন অভিভাবকরা। কথা বার্তায় খুদে পড়ুয়া বোঝায়, মাঝেমধ্যেই তাকে শৌচালয়ে নিয়ে যেত অভিযুক্ত। এরপরেই শিশুর যৌন নির্যাতন হয়ে থাকতে পারে বলে মনে করেন পড়ুয়ার বাবা-মা। বৃহস্পতিবার সকালে অন্যান্য অভিভাবক সহ স্কুলের বাইরে জমায়েত হন। অশিক্ষক কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযুক্তকে স্কুল চত্বর থেকে বের করা হয়। এরপরে তার উপর চড়াও হয় ক্ষিপ্ত অভিভাবকরা। তীব্র বিশৃঙ্খলার পরিস্থিতির তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর পায় উত্তরপাড়া থানার পুলিস। ঘটনাস্থলে পৌঁছন থানার ডিউটি অফিসার সহ বিশাল ফোর্স। পরিস্থিতি স্বাভাবিক করে তারা। এরপরেই ঘটনাস্থল থেকে স্কুলের অশিক্ষক কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিস। নির্যাতনের অভিযোগ করা শিশুর অভিভাবকরা থানায় স্কুলের অশিক্ষক কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র জমা করেন। অন্যান্য অভিভাবকদের দাবি, স্কুলের ভিতরেই শিশু পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত নয়। পুলিস সূত্রের দাবি, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।