• বনবিড়ালের ছানা ও বাঘরোল উদ্ধার
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: একইদিনে বাগনানে উদ্ধার হল একটি বাঘরোল ও একটি বনবিড়ালের ছানা। বৃহস্পতিবার বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি কারখানার কর্মীরা রাস্তায় বনবিড়ালের ছানাটিকে ঘুরতে দেখেন। তাঁরাই সেটিকে তুলে কারখানায় নিয়ে আসেন। খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা সেখানে গিয়ে বনবিড়ালের ছানাটিকে উদ্ধার করেন এবং বনদপ্তরের সাহায্যে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। প্রসঙ্গত, দিনকয়েক আগে এই জায়গায় গাড়ির ধাক্কায় একটি বাঘরোল এবং একটি বনবিড়ালের মৃত্যু হয়েছিল। অন্যদিকে, এদিন সন্ধ্যায় বাগনান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হিজলকে রাস্তার পাশে থাকা কচুরিপানার মধ্যে একটি আহত বাঘরোলকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দিলে পরিবেশ কর্মী ও বনকর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। 
  • Link to this news (বর্তমান)