অজ্ঞাত পরিচয় এক তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার নিউ টাউনে। নিউ টাউনের লোহার ব্রিজ এলাকায় জঙ্গল থেকে শুক্রবার সকালে দেহটি উদ্ধার করা হয়। তরুণীকে খুন করে দেহ ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে ওই জঙ্গলের কাছে গাড়ি পার্কিং করে শৌচকর্ম করতে গিয়ে এক ব্যক্তি মৃতদেহটি দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজও চলছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশে একটি কমলালেবু পড়েছিল। মৃত তরুণীর মুখ থেকে গ্যাঁজলা বেরিয়েছিল বলে পুলিশ জানায়। প্রাথমিকভাবে অনুমান, তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। যুবতীর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এখানে খুন একটা লোকজন যাতায়াত করে না। আজ সকালে একটি দেহ উদ্ধার হয়েছে। মহিলাকে চেনা যাচ্ছে না।’ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।