• বিয়ের দাবিতে ধর্নায় নাছোড়বান্দা আশিক!
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • রাহুল মজুমদার, শিলিগুড়ি

    বিয়ের দাবিতে এ বার প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায়। ধর্নায় বসা যুবকের নাম অসীম বিশ্বাস। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ এসে ওই যুবককে তুলে দেয়। কোন বক্তব্য থাকলে যুবককে থানায় লিখিত ভাবে জানাতে বলেছে শিলিগুড়ি থানার পুলিশ।

    ওই যুবকের বক্তব্য, ‘চার বছর ধরে ওই তরুণীর সঙ্গে আমার সম্পর্ক। এখন পারিবারিক চাপে সে কিছু বলতে পারছে না। আমাকে বিয়ে করতে চাইছে না। তাই আমি ধর্নায় বসেছি।’ ওই তরুণীর মায়ের বক্তব্য, ‘আমার মেয়ের সঙ্গে ওই ছেলেটির সম্পর্ক ছিল। সে কথা আমরাও জানতাম। কিন্তু ওই যুবক ভালো নয়। সেটা মেয়েই আমাদের বলেছে। মেয়ে চাইছে না ওই ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে। তাই জোর করে কোনও কিছু করা যাবে না।’

    এ দিন সকালে হঠাৎই ডাবগ্রাম এলাকায় ওই তরুণীর বাড়ির সামনে প্ল্যাকার্ড এবং ছবি হাতে ধর্নায় বসেন অসীম। প্ল্যাকার্ডে তাঁর এবং তরুণীর ছবি ও হোয়াটসঅ্যাপের কথোপকথন ছাপা ছিল। সেই ছবি দেখিয়ে যুবক নিজের প্রেমের প্রমাণ দিচ্ছিলেন। যুবকের দাবি, ওই তরুণীর জন্য তিনি দিনকয়েক আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন। বেশ কিছুদিন নার্সিংহোমেও চিকিৎসাধীন ছিলেন।

    তাঁর দাবি, সুস্থ হওয়ার পরেই তরুণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু তরুণী যে আর যুবকের সঙ্গে সম্পর্ক রাখতে চান না সে কথা যুবককে জানানো হয়।

    তারপরেই বৃহস্পতিবার সকালে তরুণীর বাড়ির সামনে এসে ধর্নায় বসে পড়েন ওই যুবক। বিষয়টি জানাজানি হতে এলাকায় ভিড় জমে যায়। আশপাশের লোকজন এলাকায় চলে এসে যুবককে জোর করে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে সংবাদমাধ্যমও সেখানে পৌঁছে যায়। ওয়ার্ড কমিটির লোকজন ঘটনাস্থলে যান। তাঁরা গিয়ে যুবককে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ধর্না থেকে উঠতে রাজি হননি।

    পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় ফোন করে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কর্তব্যরত এক পুলিশকর্মী যুবককে জানান, ওই তরুণী রাজি থাকলে তাঁরা বিয়ে করতে গেলে অন্য কেউ বাধা দিলে পুলিশ সহযোগিতা করবে। এর বাইরে যুবকের কোনও বক্তব্য থাকলে লিখিত আকারে থানায় দিতে বলা হয়। এই আশ্বাস পাওয়ার পরেই যুবক ধর্না তুলে নেন।

  • Link to this news (এই সময়)