• বিনা অনুমতিতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা, স্বাস্থ্যভবনের তলব ১৯ জন সিনিয়র চিকিৎসককে...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • গোপাল সাহা: রাজ্যে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে অনেক দিন ধরেই কড়া পদক্ষেপ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে অভিযোগ, সরকারি হাসপাতালে কর্মরত বেশকিছু 'নন প্র্যাকটিসিং' ডাক্তার সরকারি অনুমতি ছাড়াই বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন। এর ফলে শাস্তির কোপে পড়তে পারেন রাজ্যের ১৯ জন চিকিৎসক। আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদের তলব করেছে স্বাস্থ্যভবন। 

    স্বাস্থ্যভবন সূত্রে খবর, কিছু দিন ধরেই অভিযোগ বেশ কয়েকটি সরকারি হাসপাতালে ডাক্তাররা স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার করছেন। সেই প্রকল্পের অধীনে তাঁরা বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন। মমতা স্পষ্ট জানিয়েছিলেন, কোনভাবেই যাতে রাজ্যের চিকিৎসা করতে আসা রোগীদের চিকিৎসায় কোনও গাফিলতি না হয়। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, সরকারি হাসপাতালে যুক্ত থাকা চিকিৎসকরা সরকারি নিয়ম না মেনে প্রাইভেট প্র্যাকটিস করছেন। যা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। স্বাস্থ্যভবন এই বিষয়ে আগেও নোটিশ জারি করেছিল। ফের একই অভিযোগ ওঠায় কয়েক জন সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে স্বাস্থ্যভবন। 

    ওই ১৯ জন চিকিৎসককে আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে। কিছু নথিও তাঁদের সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। সেগুলি হল বর্তমানে তাঁরা সরকারিভাবে কত টাকা মাইনে পান সেই সংক্রান্ত কাগজ। বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে প্র্যাকটিসের জন্য সরকারে অনুমতি নিয়েছেন কি না তার শংসাপত্র। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কোপে পড়তে পারেন ওই ১৯ জন চিকিৎসক।
  • Link to this news (আজকাল)