চট কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়া ডোমজুড় বাঁকড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে। ওই জুট কারখানায় জুট সামগ্রী ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। প্রশাসন সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর নেই। তবে কারখানার মধ্যে থাকা সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দমকলের এক আধিকারিক বলেন, ‘বাঁকড়ার ওসির ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন আয়ত্তে আনা গিয়েছে। তবে এখনো আগুন কিছুটা রয়েছে। দ্রুত আগুন নিভে যাবে বলে মনে করছি।’
স্থানীয়দের দাবি, এলাকায় দমকলের কেন্দ্র গড়া অত্যন্ত প্রয়োজন। কারণ এখানে অনেক কারখানা রয়েছে। যে কোনও সময় আগুন লাগার পরিস্থিতি তৈরি হতেই পারে। সেক্ষেত্রে দমকলের ইঞ্জিন আসতে সময় লেগে যায়।