বইছে উত্তুরে হাওয়া, তাপমাত্রা কমল অনেকটাই, বঙ্গে শীতের মেয়াদ আর কত দিন?
আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারই একধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। সকাল থেকেই বইছে উত্তুরে হাওয়া। রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে তা কত দিন? হাওয়া অফিস সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে বিদায় নেবে শীত।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। শনিবার পারদ আরও নামার সম্ভাবনা। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলায়। বাকি জেলাগুলোতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেশি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। তবে আগামী সপ্তাহেই শীতের বিদায় পর্ব শুরু। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে, উত্তরবঙ্গের চার জেলায় শুক্রবার সকালে ছিল ঘন কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমেছে দৃশ্যমানতা। বাকি জেলায় ছিল হালকা কুয়াশা। উত্তরেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, ঘন কুয়াশা রয়েছে ওড়িশা, হিমাচলপ্রদেশে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে।