একধাক্কায় ৫ ডিগ্রি নামল শহরের সর্বনিম্ন তাপমাত্রা! সপ্তাহের শেষে ফিরছে শীত
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের শেষে ফিরছে শীত। তবে কনকনে ঠাণ্ডা না পড়লেও হাল্কা শীতের আমেজ পাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসী। আগামী কাল, শনিবার থেকেই হাওয়া বদল হবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে চলতি সপ্তাহের শেষে রাজ্যে শীত ফিরতে পারে এই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাসই কার্যত মিলে যাচ্ছে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। একধাক্কায় এদিন শহরে ৫ ডিগ্রি কমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এটাই সম্ভবত শীতের শেষ স্পেল। আগামী সপ্তাহে রাজ্য থেকে বিদায় নেবে শীত।