বিনা অনুমতিতে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ১৭ চিকিৎসকের বিরুদ্ধে
দৈনিক স্টেটসম্যান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
বিনা অনুমতিতে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ উঠল ১৭ চিকিৎসকের বিরুদ্ধে। নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত ওই চিকিৎসকেরা সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোনও প্রকার অনুমতি ছাড়াই বেসরকারি জায়গায় চিকিৎসা করেন। স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটি আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদের তলব করেছে। সূত্রের খবর, সরকারি নিয়ম না মানায় শাস্তির কোপে পড়তে পারেন ওই ১৭ জন চিকিৎসক।
সূত্রের খবর, ১৭ জন চিকিৎসক মূলত রাজ্যের তিনটি জেলার। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদিয়া। তাঁরা হলেন -প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সন্দীপ কুমার প্রামানিক, সুপ্রতীম গিরি, অমিত কুমার হালদার, শিবশঙ্কর দে, ভজনচন্দ্র সরকার, শরবিন্দু মণ্ডল, দীপঙ্কর প্রধান, দিলীপ কুমার বেরা, আশুতোষ মাল, সমিউল্লা লস্কর, তপন কুমার খাটুয়া, সৌমিক সাহা, দেবদ্যুতি মহাপাত্র, সুশোভন মণ্ডল।
ওই চিকিৎসকেরা নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত। অভিযোগ, সরকারি অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন তাঁরা। স্বাস্থ্যসাথীর অধীনে অপারেশনও করছেন তাঁরা। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে। ১২ ফেব্রুয়ারি দুপুর দুটোয় স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটি মুখোমুখি হতে হবে তাঁদের। ওই দিন তাঁদের বেশ কিছু নথিও আনতে বলা হয়েছে। বেতন ও অনুমতি সংক্রান্ত নথি খতিয়ে দেখবে কমিটি।