পুরুলিয়ায় বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, খুশি স্কুলছুট কমাতে মরিয়া রাজ্য সরকার
প্রতিদিন | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: জঙ্গলমহল পুরুলিয়ায় বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ল ছাত্রীও। এবছর মোট ৪৫,২০১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছেন। ২০২৪ সালের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩,২৭৪ জন। এবছর মোট ছাত্র ২২,৫০২। ছাত্রীর সংখ্যা ২২,৬৯৯ । অর্থাৎ ছাত্রের চেয়ে ১৯৭ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় বসছেন। বিগত কয়েক বছর ধরেই ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বাড়ার প্রবণতা দেখা গিয়েছে এই জেলায়। এই বছরেও সেই ধারা অব্যাহত।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা জেলায় এসে পরীক্ষা সফল করার জন্য বৈঠক করেন। ওই বৈঠকে মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক সোমনাথ কুইরি এবং যুগ্ম আহবায়ক দীপক পাল-সহ পরীক্ষা পরিচালন কমিটি সহ শিক্ষা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে সমস্ত রকমের পদক্ষেপ করা হবে বলে সেই বৈঠকে আলোচনা হয়। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার স্বচ্ছতার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। মোবাইল ফোন নিয়ে নানা বিধি নিষেধ রয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হলে শুধু সেই দিনের পরীক্ষাই নয়। সমগ্র পরীক্ষাই বাতিল করা হবে। এছাড়া বিগত বছরের মতই স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ইয়ারফোন-সহ ইলেক্ট্রনিক ডিভাইসকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হচ্ছে।
পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে। জেলাজুড়ে ট্রাফিক ব্যবস্থা-সহ পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা চালু রাখা হচ্ছে। হাতি উপদ্রুত এলাকাগুলিতে বনদপ্তর ও স্থানীয় ব্লক প্রশাসনের সমন্বয়ে বাসে করে একযোগে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এদিকে ছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ার খুশির হাওয়া জেলা শিক্ষামহলে। শাসকদলের শিক্ষাসেলের জেলা সভাপতি সত্যকিংকর মাহাতো এবং জেলা মুখপাত্র বিকাশ মাহাতো বলেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর সুফলেই জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর নিরিখে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।”