• নিউটাউনের জঙ্গলে তরুণীর অর্ধনগ্ন দেহ! ধর্ষণের পর প্রমাণ লোপাটে খুন?
    প্রতিদিন | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • দিশা ইসলাম, বিধাননগর: সাতসকালে ঝোপের মধ্যে মিলল যুবতীর অর্ধনগ্ন দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নিউটাউনে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে তরুণীকে। কিন্তু নেপথ্যে কে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপে এলাকার অনেকেই যান প্রাতঃকৃত্য সারতে। শুক্রবার সকালেও কয়েকজন যান। তারাই দেখতে পান, কিছু একটা পড়ে রয়েছে। কাছে যেতেই ভয়ংকর দৃশ্য। দেখেন, এক তরুণীর অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    কিন্তু কে এই তরুণী? ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর কারণ স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই তরুণীকে। ওই ঝোপেই ধর্ষণ ও খুন করা হয়েছে? নাকি অন্যত্র খুনের পর দেহ ফেলা হয়েছে ওই জঙ্গলে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিচয় জানার চেষ্টাও করছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)