• শিশুকন্যাকে ধর্ষণ মামলায় রায় দান ১৮ ফেব্রুয়ারি
    আনন্দবাজার | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • বড়তলা থানা এলাকার ফুটপাতবাসী সাত মাসের শিশুকন্যাকে ধর্ষণের মামলায় ১৮ ফেব্রুয়ারি রায় দেবে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষ হয়েছে। বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র ১৮ তারিখ রায় ঘোষণার কথা জানান। এই মামলায় ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। ৩০ নভেম্বর রাতে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত রাজীব ঘোষ ওরফে গোবরা ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়িতে গিয়ে লুকিয়ে ছিল। ৪ ডিসেম্বর রাতে বাড়ি থেকেই তাকে ধরে পুলিশ।

    গ্রেফতারির ৭৬ দিনের মাথায় রায় ঘোষণা হতে চলেছে। এর আগে ডিসেম্বরে দক্ষিণ ২৪ পরগনায় ন’বছরের বালিকাকে ধর্ষণ-খুনের মামলায় অপরাধী মোস্তাকিন সর্দারকে ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা শোনায় বারুইপুর আদালত। মুর্শিদাবাদেও ন’বছরের বালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬১ দিনের মাথায় দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিৎ হালদারকে আজীবন কারাবাসের সাজা শোনায় জঙ্গিপুরের আদালত।

    শিশুকন্যাকে ধর্ষণের মামলায় ৩০ ডিসেম্বর প্রথম চার্জশিট দেয় পুলিশ, রাজীবকে গ্রেফতারের ২৬ দিনের মাথায়। চার্জশিটে ধৃতের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, মারধর, পকসো আইনের ছ’নম্বর-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। পরে সাপ্লিমেন্টারি চার্জশিটও দেয় পুলিশ। এ দিন বিচার ভবনের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু বলেন, ‘‘পুলিশ খুব দ্রুত এবং দক্ষতার সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত প্রক্রিয়া শেষ করেছে। তাই মামলার দ্রুত নিষ্পত্তি হয়েছে।’’ এ দিন জেল থেকে আদালতে হাজির করা হয় রাজীবকে। আদালতে তার সঙ্গে দেখা করতে এসেছিলে মা, ভাই-সহ অন্য আত্মীয়েরা।

  • Link to this news (আনন্দবাজার)