তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার নিউ টাউনে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় নিউ টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিউ টাউনে লোহার ব্রিজের কাছে জঙ্গল এলাকা থেকে তরুণীর দেহ মেলে। স্থানীয়েরাই ওই পরিত্যক্ত এলাকায় দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তরুণীকে খুন করা হয়েছে। তবে তরুণী যৌন হেনস্থার শিকার কি না, তা ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে বলেই খবর পুলিশ সূত্রে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত তরুণীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। খবর দেওয়া হয়েছে আশপাশের থানায়। সেই সব থানা এলাকার কেউ নিখোঁজ কি না, তা খোঁজ করতে বলা হয়েছে। দেহ শনাক্তকরণের পরেই তদন্ত এগোনো সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ সূত্রে।
পাশাপাশি তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তরুণী ওই জঙ্গলে কী ভাবে পৌঁছলেন, কেউ ফেলে রেখে গিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।