• সন্দীপদের আবেদনে সাড়া, আরজি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনে সময় বাড়াল হাইকোর্ট
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন প্রক্রিয়ায় গতি কমানোর আবেদন জানিয়েছিল সন্দীপ ঘোষ-সহ চার অভিযুক্ত। নিম্ন আদালতে চার্জ গঠনের জন্য সাত দিনের সময়সীমা দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সন্দীপ ঘোষ-সহ অন্যান্যদের আবেদন মেনে সময়সীমা বাড়াল হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানায়, অভিযুক্তদের প্রয়োজনীয় সময় দিতে হবে। এটা তাঁদের আইনি অধিকার।

    বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য, ‘হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সাত দিন সময়সীমা বেঁধে দেওয়ার সময় অভিযুক্তদের বক্তব্য শোনা হয়নি। যা বিচারের পরিপন্থী।’ বিচারপতি বাগচীর আরও বক্তব্য, ‘এই চার দিন সময় না বাড়ালে বিচার প্রক্রিয়ার জট আগামী ছ’মাস জারি থাকত। বিচার প্রক্রিয়া পিছিয়ে যেত। হাইকোর্ট চায় না মামলার বিচার পিছিয়ে যাক।’

    হাইকোর্টের নির্দেশ, শনি ও রবিবার এই মামলার পাঁচ অভিযুক্তের আইনজীবীরা নিজাম প্যালেসে সিবিআই অফিসে যাবেন। সেখানে গিয়ে তাঁদের পাওয়া নথির সঙ্গে সিবিআইয়ের কাছে থাকা সব নথি মিলিয়ে দেখবেন। তাঁদের পাতার নাম্বার দেওয়া থেকে ইনডেক্স তৈরি করা, যাবতীয় ব্যবস্থা করতে হবে সিবিআইকে। ওই নথি-সহ নিজেদের যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আইনজীবীরা আগামী সোমবার নিম্ন আদালতে তাঁদের বক্তব্য জানাবেন। মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট দিয়ে বক্তব্য জানাতে হবে।

    প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করেছিল সিবিআই। চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্তরা হলেন — আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে।

  • Link to this news (এই সময়)