• বাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় মাকে খুন, অভিযুক্ত ছেলে
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • রেলের জমিতে গড়ে ওঠা বস্তির মধ্যেই এক চিলতে বাড়ি। টিনের ছাউনি দেওয়া সেই বাড়িই বিক্রি করতে চেয়েছিল ছেলে। কিন্তু বেঁচে থাকতে ওই বাড়ি বেচতে রাজি হননি মা। অভিযোগ, সেই কারণেই মা-কে শ্বাসরোধ খুন করেছে ছেলে। নৃশংস এই খুন শিলিগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। শুক্রবার মাকে খুনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে ছেলে শ্রীকৃষ্ণ মহন্তকে।

    পুলিশ জানিয়েছে, শিলিগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে গড়ে ওঠা দুর্গাদাস কলোনি নামে ওই বস্তিতেই থাকতেন মঞ্জু মহন্ত। ৬০ বছর বয়সি ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মেয়ের বিয়ের পর ছেলে এবং পুত্রবধূর সঙ্গে ওই বস্তিতেই থাকতেন তিনি। তাঁর ছেলে শ্রীকৃষ্ণ মহন্ত স্থানীয় একটি ব্যান্ড পার্টিতে বাজনা বাজায়। সামান্য যে আয় হয় তা দিয়েও কোনও রকমে সংসার চলে। ওই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। মা-কে একটি কাগজে সই করে দিতে বলেছিল সে। বাড়ি বিক্রির জন্যে সই না দেওয়ায় সে তার মাকে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করে।

    সূত্রের খবর, দিন কয়েক ধরেই বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য মায়ের উপর চাপ দিচ্ছিলেন শ্রীকৃষ্ণ। স্থানীয় কাউন্সিলর অভয়া বসু জানিয়েছেন, তিনিও স্থানীয়দের কাছে শুনেছেন শ্রীকৃষ্ণর টাকার দরকার ছিল। ওই বাড়িটি বিক্রি করে প্রায় ২ লক্ষ টাকা পাওয়া যাবে বলে সে তার মাকেও জানিয়েছিল। কিন্তু ওই বাড়ি বিক্রি করতে রাজি হননি মঞ্জু মহন্ত। এ নিয়ে ছেলের সঙ্গে কথা কাটাকাটিও হয় তাঁর। এ দিন দুপুরেও ওই কাগজে সই করার জন্য মায়ের উপর চাপ দেন তিনি। তখনই বাড়িতে থাকা নারকেল দড়ি দিয়ে মায়ের গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করেন তিনি।

    স্থানীয়রা জানান, চিৎকার শুনে তাঁরা এসে দেখেন মা-কে মেরে দিয়ে পালিয়ে যাচ্ছিলেন শ্রীকৃষ্ণ। তাঁরা তাঁকে ধরে রেখে পুলিশকে খবর দেন। শিলিগুড়ির পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছে অভিযোগ পাওয়ার পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শ্রীকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)