• মহিলা সহকর্মীর শ্লীলতাহানি, চাকদহ থেকে গ্রেপ্তার পদস্থ পুলিশ আধিকারিক...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পুলিশের এক আধিকারিক। ধৃত অনিমেষ দাস ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক । তিনি নদীয়ায় কৃষ্ণনগর জেলা পুলিশের ডিআইবিতে কর্মরত। রানাঘাট পুলিশ জেলার চাকদহ থানার পুলিশ বৃহস্পতিবার চাকদহ এলাকা থেকে অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেছে।

    অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে রাস্তার মধ্যেই মহিলা কনস্টেবলকে আটকে শ্লীলতাহানি করেছিল অভিযুক্ত। চাকদহ পুলিশ এই ঘটনার কথা জানতে পেরে অনিমেষকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরপর অভিযোগ দায়ের হতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, চলতি বছর জানুয়ারি মাসে ওই মহিলা কনস্টেবল এবিষয়ে ওই আধিকারিকের বিরুদ্ধে একটি অভিযোগ জানিয়েছিলেন। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে আটক, মারধর, ভীতি প্রদর্শন করা-সহ আরও কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।
  • Link to this news (আজকাল)