• কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে গেলেন চার জন, ঘটনাস্থলে দমকল...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বাজি কারখানায় বিস্ফোরণ রাজ্য়ে। নদিয়ার কল্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় আপাতত চার জনের মৃত্যু হয়েছে। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজি কারখানা উড়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নদিয়ার পুলিশ সুপার, কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। কল্যাণী পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

    স্থানীয় সূত্রে খবর, বাজি কারখানার মালিকের নাম খোকন বিশ্বাস। অবৈধ ভাবে বাজি কারখানাটি চলছিল বলে জানা গিয়েছে। কীভাবে জনবহুল এলাকায় বাজি কারখানা চলছিল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

    গত ২৮ ডিসেম্বর বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সর্দার পাড়ায় বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ঝলসে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুন মাসে মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ২০২৩ সালে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ন’জনের প্রাণ গিয়েছিল। সেই বছরই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিনই বিস্ফোরণকাণ্ড ঘটেছিল। 
  • Link to this news (আজকাল)