হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের শেডের উপর যুবকের হাটাহাটি, দমকল ডাকল পুলিশ...
আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের শেডের উপর উঠে পায়চারি করছেন এক যুবক! শুক্রবার এ দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ যাত্রীদের। দ্রুত খবর দেওয়া হয় রেল পুলিশকে। তাঁকে নামানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে দমকলে খবর দেওয়া হয়েছে। কীভাবে এবং কেন শেডের উপর উঠল সেবিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার একটু বেলার দিকে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের ৯ ও ৮ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর উঠে পড়ে এক যুবক। মাথায় রয়েছে ব্যান্ডেজ। পাশেই বিদ্যুতের হাই ভোল্টেজ তার রয়েছে। যে কোনও মুহুর্তে দুর্ঘটনার আশংকা রয়েছে। কখনও পায়চারি করছে আবার কখনও বসে পড়ছে। রেলওয়ে পুলিশ নিচে নামানোর জন্য অনুনয় বিনয় করলেও কে শোনে কার কথা? এমনকী পাউরুটি, বিস্কুট, জলের বোতল দেখালেও কোন হেলদোল নেই।
সূত্রের খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেই প্রাথমিক অনুমান রেল পুলিশের। তাঁকে নামানোর জন্য দমকলে খবর দেওয়া হয়েছে। যাত্রীদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই রেল পুলিশকে জানাচ্ছেন যাতে সুস্থ ভাবে নিচে নামানো যায়। কিন্তু যুবককে দেখে বোঝার উপায় নেই প্ল্যাটফর্মের শেডের উপর হাঁটছে নাকি বাড়ির অলিন্দে।