• ঢুকছে বহিরাগত ভাড়াটে খুনিরা! নৈহাটির তৃণমূল কর্মী খুনের উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ৪...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে আরও দু'জনকে পুলিশ গ্রেপ্তার করল। ভিনরাজ্য থেকে পরপর চার জন গ্রেপ্তারের পর তৃণমূল বিধায়কের অভিযোগে সিলমোহর পড়ল! গত শুক্রবার নৈহাটির গৌরীপুর এলাকায় দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে থেঁতলে খুন করে। ঘটনার পর স্থানীয় তৃণমূল বিধায়ক সনৎ দে বহিরাগত ভাড়াটে খুনিদের দিকে অভিযোগের আঙুল তোলেন। তৃণমূল বিজেপি রাজনৈতিক কাজিয়া চরমে ওঠে। ঘটনায় জড়িত অভিযোগে অবশেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল উত্তরপ্রদেশ থেকে মোট চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। 

    প্রসঙ্গত, ৩১ জানুয়ারি বিকালে নৈহাটির গৌরীপুর এলাকায়  তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হয়েছেন। দুষ্কৃতীরা তাঁকে ইট দিয়ে থাকলে খুন করেছে বলে অভিযোগ। ওই খুনের ঘটনায় বিজেপি কর্মী রাজেশ সাউয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের নতুন দায়িত্ব দেওয়া হয়  অজয় ঠাকুরকে। ঘটনার পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়, সন্তোষ খুনে জড়িত রয়েছে বিজেপি কর্মী রাজেশ সাউ ও তার দলবল। আবার বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছিল, খুনের ঘটনার পর তাঁদের দলের সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নৈহাটিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক ও তার পাল্টা জবাব দিয়েছেন। 

    শাসক ও বিরোধীর অব্যাহত তরজার মধ্যেই পুলিশ প্রথমে অক্ষয় গণ নামে একজনকে গ্রেপ্তার করে। তারপর উত্তরপ্রদেশ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল সন্তোষ খুনের জড়িত রঞ্জিত সাউকে গ্রেপ্তার করে। তাদের দু'জনকে জেরা করে পুলিশ মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের ছেলে আকাশ ও উপেন তাঁতিকে গ্রেপ্তার করে। 

    ধৃতদের সেখানকার বালিয়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। বিচারক তাদের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। শুক্রবার ধৃতদের ব্যারাকপুরে আনা হয়। দুপুরে তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। সব মিলিয়ে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করতে পেরেছে। তবে মূল অভিযুক্ত এখনও অধরা রয়েছে।
  • Link to this news (আজকাল)