ডেউচা পাঁচামিতে জমি খনন শুরু, সমস্যার সমাধানে চারটি সরকারি ক্যাম্প
আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার পরই বৃহস্পতিবার রাতে দেউচা পাঁচামি কয়লা প্রকল্পের জন্য জমি খনন শুরু হয়েছে। শুক্রবার সকালে প্রশাসনের উদ্যোগে ওই এলাকার জনগণের দাবি দাওয়া শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চারটি জায়গায় সরকারি শিবির গড়া হয়েছে। মূলত মথুরাপাহাড়ি, সাগরবাঁধি, চাঁদা এবং গাবারবাথানে এই শিবিরগুলি চালু করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যেসব জমি নিয়ে জটিলতা রয়ে গিয়েছে, তা সমাধানের জন্যই এই শিবিরগুলির ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে জমির প্রকৃত মালিকানা যাচাই, ক্ষতিপূরণ ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হবে।
এবিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এলাকাবাসীর থেকে। মথুরাপাহাড়ির বাসিন্দা মুন্সি বাস্কি বলেন, 'আমাদের জমি নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান চাই। প্রশাসন কীভাবে আমাদের সহযোগিতা করবে, সেটাই দেখার বিষয়।'
অন্যদিকে, সরি হেমব্রম জানান, 'এই ক্যাম্প থেকে সঠিক দিশা পাওয়া গেলে ভালো হবে। আমরা চাই, সরকার আমাদের দাবি-দাওয়া গুরুত্ব দিয়ে দেখুক।'এবিষয়ে বীরভূমের ডেপুটি ডিএলআরও রবিউল ইসলাম জানান, 'প্রশাসন স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে জমি সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধান করতে চাইছে। ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।' প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জমি মালিকদের নথিপত্র যাচাই ও ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।