• নীল বাতি লাগানো, সঙ্গে তিনটে স্টার, চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন: নীল বাতি লাগানো গাড়ি, গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে লাগানো তিনটি স্টার। গাড়িতে রয়েছে কোস্টগার্ডের লোগো। এভাবেই ঘুরে বেড়াতেন ভুয়ো এডিজি কোস্টগার্ড সুপ্রিয় মুখার্জি। বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে ওই ভুয়ো এডিজি কোস্টগার্ডকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। গ্রেপ্তারির পর তাঁকে চন্দননগরে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, ধৃতের বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়া এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে কলকাতার নিউটাউনের ডিএ ব্লক অ্যাকশন এরিয়া ওয়ানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ভুয়ো এডিজিকে। তিনি যে কোস্টগার্ডের উচ্চপদস্থ আধিকারিক তার কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। জানা গিয়েছে, মাস খানেক আগে চন্দননগর থানায় প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন।

    সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত সকলের কাছে নিজেকে কোস্ট গার্ডের এডিজি বলে পরিচয় দিতেন। একই সঙ্গে কোস্টগার্ডের চাকরি করে দেওয়ার নাম করে টাকা তুলতেন। নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে নীল বাতি লাগানো গাড়ি চেপে ঘুরে বেড়াতেন ভারতের বিভিন্ন রাজ্যে। এলাকাতেও যথেষ্ট প্রভাব ছিল তাঁর। শুধু দেশেই নয়, বিদেশেও তার যাতায়াত ছিল অবাধ। বাড়িতে দুর্গাপুজো করে প্রচুর লোক খাওয়াতেন তিনি। অভিযুক্তকে শুক্রবার চন্দননগর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে চন্দননগর থানার পুলিশ। জানানো হয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্তের প্রতারণার জাল ঠিক কতটা বিস্তৃত সে সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত কতজনকে প্রতারণা করা হয়েছে সেই তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)