• শাল, বল্লা দিয়ে তৈরি করতে হবে মঞ্চ, ত্রিবেণী কুম্ভমেলায় গিয়ে জানালেন পুলিশ সুপার...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাঁশের খুঁটি নয়, শাল এবং বল্লা দিয়ে মঞ্চ করার নির্দেশ। ডেকরেটরের থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরই ব্যবহার করা যাবে মঞ্চ। এমনটাই জানালেন হুগলির পুলিশ সুপার। ত্রিবেণী কুম্ভমেলায় এবার বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। প্রয়াগরাজে মহাকুম্ভের মতো কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন ত্রিবেণী কুম্ভমেলার ঘাট এবং মাঠ পরিদর্শন করেন। কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গেও। এবার সপ্তর্ষি ঘাটের বিপরীতে শিবপুর ফুটবল মাঠে হচ্ছে কুম্ভের মূল মঞ্চ।

    সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সাধুদের আখড়া পড়বে ওই মাঠেই। ভিড় জমাবেন পুণ্যার্থীরা। এলাকা পরিদর্শনে গিয়ে এদিন পুলিশ সুপার দেখতে পান, কাঠের পাটা দিয়ে বাঁশের খুঁটিতে মঞ্চ তৈরি করা হচ্ছে যা খুব একটা শক্তপোক্ত নয়। মেলা কমিটিকে তিনি তৎক্ষণাৎ নির্দেশ দেন শালবল্লার খুঁটি দিয়ে ভাল করে মঞ্চ তৈরি করতে হবে। ফিট সার্টিফিকেট মিললে ব্যবহারের অনুমতি মিলবে। পাশাপাশি তিনি আরও জানান, দশ তারিখ থেকে নো এন্ট্রি চালু করে প্রয়োজন মত তা শিথিল করা হবে। এলাকার সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকটাও দেখা হবে।

    গতবার কড়া পুলিশি নিরাপত্তায় মেলার আয়োজন করা হয়েছিল ত্রিবেণীতে। এবার তা আরও উন্নত করতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মহকুমা শাসকও। পুলিশ সুপার জানিয়েছে, অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার গাড়ি চলাচলের জন্য রাস্তা খোলা থাকবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখা হবে। ডেকরেটর মালিক অরুন কুমার ভট্টাচার্য জানান, চল্লিশ বাই কুড়ি ফুটের মঞ্চ তৈরী হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী, শালবল্লা দিয়ে তৈরি করা হবে মঞ্চ। 
  • Link to this news (আজকাল)