• জলদাপাড়ার পিলখানায় হাজির ২০ দিনের ছোট্ট অতিথি
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জলদাপাড়ার পিলখানায় এল এক নতুন অতিথি। হাতির ছোট্ট এই শাবকটিকে সামলাতে বনকর্মীরা এখন ব্যস্ত। ২০ দিনের এই হস্তিশাবকটি তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের মহানন্দা নর্থ রেঞ্জের ১০ মাইল অফিসের নিকটবর্তী এলাকা থেকে ২ ফেব্রুয়ারী বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করে। এরপর তিন দিন দলছুট শাবকটিকে ফের দলে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বনকর্মীরা সর্বাত্মকভাবে চেষ্টা করেন।  তবে সে চেষ্টা সফল হয়নি।

    এরপরই শাবকটিকে সঠিকভাবে লালনপালনের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বনদপ্তর। পিলখানা হল হাতিশাল বা হাতির আস্তাবল, যেখানে হাতিদের রাখা হয় বা আশ্রয় দেওয়া হয়। বৃহস্পতিবার শাবকটিকে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার সেন্ট্রাল পিলখানায় নিয়ে আসা হয়।

    জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাসওয়ান বলেন, বনদপ্তরের পশুচিকিৎসক শাবকটির স্বাস্থ্য পরীক্ষা করেছেন, শাবকটিকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। শাবকটির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং সেটি আগের চেয়ে অনেকটা ভাল রয়েছে। তিনি আরও জানান, জলদাপাড়ার সেন্ট্রাল পিলখানার হাতি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দলের তত্ত্বাবধানে শাবকটি রয়েছে। 

    বনদপ্তরের সূত্রে খবর পিলখানায় নিয়ে আসা হস্তিশাবকটি বড় হয়ে যাওয়ার পর সেটিকে কুনকি হাতি হিসেবে বনদপ্তর নিজেদের প্রয়োজন অনুসারে কাজে ব্যবহার করে। জঙ্গলে টহলদারি কিম্বা পর্যটনের কাজেও কুনকি হাতি ব্যবহার করা হয়। এই শাবকটি আগামীদিনে সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠার পরই সেটির ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

     
  • Link to this news (আজকাল)