• গ্রেপ্তার 'আগুনপাখি', নাবালিকাদের জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দুই নাবালিকাকে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে এক বৃহন্নলাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই বৃহন্নলাকে শুক্রবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ধৃত ওই বৃহন্নলার নাম, আগুনপাখি ওরফে প্রিয়া ওরফে লালবানু খাতুন (২৯)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রামে। 

    জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন,' ধৃত ওই বৃহন্নলার বিরুদ্ধে নাবালিকাদের জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইমমরাল ট্রাফিকিং অ্যাক্টের ধারায় মামলা রুজু করা হয়েছে।' রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, ধৃত ওই বৃহন্নলা রাজ্যের আরও কয়েকজন পুরুষ- মহিলা এবং বৃহন্নলাদের সঙ্গে করে একটি বড়সড় দেহ ব্যবসার চক্র চালায়। 

    সম্প্রতি রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়,  ওই থানা এলাকারই সুভাষপল্লী এবং সোনাটিকুরি গ্রামের দুই নাবালিকাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছে। পুলিশ সূত্রের খবর,  ধৃত ওই বৃহন্নলা এলাকায় যথেষ্ট প্রভাবশালী। সে নিজে যেমন নাবালিকাদের উপর যৌন নির্যাতন চালাত ,তার পাশাপাশি তাদেরকে মুর্শিদাবাদ -কলকাতা সহ রাজ্যের একাধিক হোটেলে এবং কয়েকজন  বড়লোক ব্যক্তির বাড়িতে জোর করে দেহব্যবসায় যুক্ত হতে বাধ্য করেছিল। সম্প্রতি রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই দুই নাবালিকাকে একটি জায়গা থেকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসে।

    বর্তমানে ওই দুই নাবালিকা একটি সরকারি হোমে রয়েছে। শুক্রবারে তাদের গোপন জবানবন্দি নথিভুক্ত করানোর জন্য আদালতে পেশ করা হচ্ছে।রঘুনাথগঞ্জ থানার ওই আধিকারিক জানান, নাবালিকাদের দেওয়া বয়ানের ভিত্তিতে আমরা জানতে পারি আগুনপাখি  নামে পরিচিত এই বৃহন্নলা তাদেরকে জোর করে দেহ ব্যবসায় নামিয়েছিল। পুলিশ নাবালিকাদের উদ্ধার করার পর থেকে সে ফেরার হয়ে যায়। বৃহস্পতিবার রাতে ওই বৃহন্নলার মোবাইল ফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশে জানতে পারে সে রঘুনাথগঞ্জ এলাকার একটি কবরস্থানের আশেপাশে রয়েছে। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই বৃহন্নলাকে গ্রেপ্তার করে।
  • Link to this news (আজকাল)