• ব্যবধান মাত্র ২ দিনের, শিলিগুড়িতে ফের ছেলের হাতে খুন মা
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়িতে ছেলের হাতে খুন হলেন মা। সম্পত্তির লোভে মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করল ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে শুক্রবারের ঘটনা।

    চলতি সপ্তাহেই শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডে ছেলের হাতে খুন হন মা। দু'দিনের মধ্যেই একই ঘটনার পুনরাবৃত্তি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত (৬১)। বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই মেজো ছেলে শ্রীকৃষ্ণ মহন্ত-র (২৯) বিরুদ্ধে।

    শুক্রবার দুপুরে স্থানীয়রা ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান। এরপর তারা ছুটে গেলে শ্রীকৃষ্ণ জানায় তাঁর মা মারা গিয়েছেন। এই কথা বলে সে বাড়ির পিছন দিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে রয়েছে এবং তাঁর গলায় দড়ি প্যাচানো রয়েছে। এরপরই এলাকাবাসী ওই ছেলেকে ধরে ফেলে। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ছেলেকে গ্রেপ্তার করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
  • Link to this news (আজকাল)