মাধ্যমিক শুরু সোমবার, অ্যাডমিট কার্ড এখনও যারা পায়নি, কী হবে? পর্ষদ সভাপতি যা বললেন
আজ তক | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আগামী সোমবার, ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। এদিকে এখনও অ্যাডমিট পায়নি ১৮১ জন পরীক্ষার্থী। তারা আদৌ অ্যাডমিট পাবে? শনিবার এই প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতির কপালে রীতিমতো চিন্তার ভাঁজ দেখা গেল। রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন, বিষয়টা বেশ চাপের। তাঁর কথায়, 'এখন শেষে এসে নতুন করে অ্যাডমিট ইস্যু করা, গোটা প্রক্রিয়াকে ফের সাজানো খুবই জটিল একটি বিষয়।'
বর্তমানে কার্যতই বেশ দুশ্চিন্তায় আছে রাজ্যের প্রায় ১৮১ জন মাধ্যমিক পরীক্ষার্থী। বাকিরা সকলে অ্যাডমিট পেলেও তাদের আসেনি। এদিকে সামনেই পরীক্ষা। এমন পরিস্থিতিতে, তারা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা, তাই নিয়েও প্রশ্ন উঠছে।
এমতাবস্থায় এই পরীক্ষার্থীদের জন্য় নতুন করে এনরোলমেন্টের ব্যবস্থা করে পর্ষদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার দুপুর ২টো পর্যন্ত সময় দেওয়া হয়।
এই নিয়ে পর্ষদ সভাপতি বলেন, 'সোমবার পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে ১৮১ জন পড়ুয়ার এনরোলমেন্ট হচ্ছে। শোনা যাচ্ছিল ৫০ থেকে ৭০ জন পড়ুয়ার কথা। কিন্তু সংখ্যাটা আসলে ১৮১।'
কিন্তু এই ১৮১ জনের অ্যাডমিট এল না কেন?
এর পিছনে পর্ষদের কোন দোষ নেই বলেই মনে করছেন রামানুজ গঙ্গোপাধ্য়ায়। তাঁর দাবি, 'স্কুলের দোষেই পুরো ঘটনাটি ঘটেছে। স্কুলের ভুলেই পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল। সামান্য কয়েকটা স্কুলের জন্য এই পরীক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।' তিনি জানালেন, ১৩৬টি স্কুল ঠিক করে কাজ করেনি বলে এই অবস্থা।পরীক্ষার্থী পিছু ১০ হাজার টাকা করে জরিমানা
এদিকে অ্যাডমিট না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন হুগলির বেলমুড়ি স্কুলের এক পরীক্ষার্থীর বাবা। মামলাকারীর অভিযোগ, তাঁর মেয়ের নামে অ্যাডমিট কার্ড ইস্যু না করে বোর্ড একই নামের অন্য এক পরীক্ষার্থীর নামে অ্যাডমিট কার্ড দিয়েছে। যার নামে অ্যাডমিট এসেছে, সে টেস্ট পরীক্ষায় পাশ করেনি।
তবে ত্রুটি থাকার বিষয়ে পাল্টা জবাব দিয়েছে স্কুল কর্তৃপক্ষও। তাের দাবি, স্কুলের প্রায় ২০০-২৫০ ছাত্র-ছাত্রীর নাম নথিভুক্ত করার জন্য একজন মাত্র কর্মী। তাই কোথাও ভুল হয়ে থাকতেই পারে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বেলমুড়ি স্কুলের ওই অভিভাবকের বাবা। এদিকে যে-যে স্কুলের ভুলে মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও অ্যাডমিট কার্ড পায়নি, তাদের পরীক্ষার্থী পিছু ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারপতি।