• গেটের সামনে মেয়েদের চুমু SFI নেতার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্লীলতাহানির ঘটনা VIRAL
    আজ তক | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • মারাত্মক অভিযোগ উঠল বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) এক নেতার বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ঘটা এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তরুণীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় তিনি এবং তাঁর এক বন্ধুর সঙ্গে অভব্য আচরণ করেন বয়সে ছোট ওই ছাত্রনেতা। ফেসবুকে ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এই বিষয়ে পোস্ট করেছেন তরুণী। সঙ্গে ঘটনার সিসিটিভি ফুটেজও শেয়ার করেছেন তিনি।

    তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে এসএফআই
    অভিযুক্ত বাম নেতা যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। এসএফআই সূত্রে খবর, তাঁকে গত ২৮ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এ নিয়ে বিতর্ক কোনওভাবেই এড়াতে পারছে না বাম ছাত্র সংগঠন। সোশ্যাল মিডিয়াতেও আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাদের। 

    কী ঘটেছিল?
    সেই তরুনীর এক বান্ধবী। সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, 'ক্যাম্পাসের মধ্যেই আমি এবং আমার বন্ধুকে একজন এসএফআই নেতার হাতে নিগৃহীত হতে হয়েছে। গোটা ঘটনাটিই আমাদের দু'জনের কাছে উদ্বেগজনক। অনেক সাহস জুগিয়েছে বলে আমি কথাগুলি লিখেছি। আমার বন্ধু এখনও পর্যন্ত সেই সাহস জোগাতে পারেনি। গতকাল আমাদের দু'জনের সঙ্গে অভব্য আচরণ করেন ওই যুবক। এর আগে তাঁর সঙ্গে আমাদের আলাপ ছিল না। আমার হাত ধরে তিনি বলেন, 'আই লাভ ইউ...'। এর পরে আচমকাই ডান গালে চুমু খান। এরপর আমার বন্ধুকে জড়িয়ে ধরে তাঁর বুকে তর্জনী দিয়ে খোঁচাতে থাকেন। তিনি তাঁর আচরণ এবং শারীরিক ভাষায় অনেক কিছু বোঝাতে চাইছিলেন'। 

    ওই তরুণীর আরও অভিযোগ, 'ক্রমাগত আমার এবং আমার বন্ধুর হাত ধরে রাখার চেষ্টা করছিলেন। একবার আমার বন্ধুর হাতও চুমুও খান। বিশ্ববিদ্যালয়ের অচেনা সিনিয়রদের সঙ্গে যদি ওই যুবক এ রকম ব্যবহার করেন, তাহলে সমবয়সী বা ব্যাচমেটদের সঙ্গে কী করতে পারেন তা ভাবতেও পারছি না।' ওই ছাত্রীর অভিযোগ, তাঁদের সামনে ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে বেশ কয়েকজন মহিলার সঙ্গে 'ঘনিষ্ঠ' হওয়ার কথাও গর্ব করে বলে থাকেন ওই ছাত্রনেতা।

    সবশেষে তিনি লিখেছেন, 'ওই ঘটনার পর থেকে আমি এবং আমার বন্ধু মানসিক ভাবে বিধ্বস্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা বিচার চাইছি।'  
  • Link to this news (আজ তক)