• জমিজমা সংক্রান্ত বিবাদ! গুলি করে খুন, চাঞ্চল্য উস্তিতে
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে গুলি করে খুনের অভিযোগ! চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার বাগাড়িয়াতে। গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটেছে ঘটনাটি। গুলিতে নিহত ব্যক্তির নাম বুদ্ধদেব হালদার। তিনি উস্তি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে আচমকাই দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারের অফিসে গিয়ে হামলা চালায়। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলিও ছোড়ে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে খবর, বুদ্ধদেববাবু জমির দালালি করতেন। মনে করা হচ্ছে, সেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়েই কোনও অশান্তিতে জড়িয়ে পড়েন তিনি। যার জেরেই এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিসের। ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)