এক বাংলাদেশির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি থানার ছাবঘাটি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ‘জিরো পয়েন্টের’ কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। মহিশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসারা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বারিকুল শেখ। তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার স্কুল ছামপাড় এলাকার বাসিন্দা ছিলেন। জঙ্গিপুর জেলার সুপার আনন্দ রায় বলেন, বিএসএফের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে তারা রক্তাক্ত অবস্থায় আন্তর্জাতিক সীমান্তের কাছে উদ্ধার করে।
বারিকুলের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার সীমান্ত এলাকায় জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেই সময় ‘নাইট ভিশন ক্যামেরা’র মাধ্যমে তাঁরা দেখতে পান আন্তর্জাতিক সীমান্তের ‘জিরো লাইন’-এর কাছে ৭-৮ জন ব্যক্তি মারামারি করছে। বিএসএফ জওয়ানরা দ্রুত সেখানে পৌঁছন। সেই সময় সবাই বাংলাদেশের দিকে পালিয়ে যায়। আর মাটিতে পড়ে থাকতে দেখা যায় বারিকুলের দেহ। কী কারণে গভীর রাতে সেখানে ঝামেলা হচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।