• মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার পুলিশ অফিসার
    দৈনিক স্টেটসম্যান | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে, নদিয়ার চাকদহে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত পুলিশ অফিসার অনিমেষ দাস নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের ডিআইবি পদে কর্মরত। অভিযোগ, ওই মহিলা কনস্টেবলকে রাস্তায় আটকে শ্লীলতাহানি করা হয়। এরপরই অভিযোগ পেয়ে পুলিশ অফিসার অনিমেষ দাসকে প্রথমে আটক, তারপর গ্রেপ্তার করে চাকদহ থানার পুলিশ।

    অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই মহিলা পুলিশ কর্মীকে নানাভাবে উত্যক্ত করতেন অভিযুক্ত পুলিশ অফিসার অনিমেষ দাস। বৃহস্পতিবার দুপুরে চাকদহ এলাকায় রাস্তার মধ্যে ওই মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানি করেন পুলিশ অফিসার অনিমেষ দাস, এমনটাই অভিযোগ করেন ওই মহিলা পুলিশ কর্মী।

    এরপর খবর যায় চাকদহ থানার পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে আটক করে অভিযুক্ত পুলিশ অফিসার অনিমেষ দাসকে। জিজ্ঞাসাবাদ এবং লিখিত অভিযোগের পর গ্রেপ্তার করা হয় অনিমেষ দাসকে।

    পুলিশ সূত্রে খবর, ২১ জানুয়ারি নবদ্বীপ থানাতেও অভিযুক্ত পুলিশ অফিসার অনিমেষ দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা পুলিশ কর্মী। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে আটক, মারধর সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। শুক্রবার ধৃত পুলিশ অফিসারকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)