• চলতি মাসেই রাজ্য বাজেট, দিনক্ষণ ঘোষণা বিধানসভার স্পিকারের...
    ২৪ ঘন্টা | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চলতি মাসেই বিধানসভা বাজেট অধিবেশন। কবে? আগামী সোমবার রাজ্য়পালের ভাষণের মাধ্যমেই শুরু হবে অধিবেশন। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন, 'আমি নিজে রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। আমন্ত্রণ জানিয়েছি। উনি আসবেন বলেছেন'।

    বছর ঘুরলেই রাজ্য়ে বিধানসভা ভোট। ছব্বিশে ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রথমে ঠিক ছিল, ৭ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। কিন্তু মু্খ্যমন্ত্রী তখন উত্তরবঙ্গ সফরে ছিলেন। ফলে দিনক্ষণ ঘোষণা করা হয়নি।  স্পিকার জানিয়েছেন, আগামী বুধবার ১২ ফ্রেরুয়ারি বিকেল চারটে বিধানসভা বাজেট পেশ করা হবে। পরের দিন অর্থাত্‍ ১৩ তারিখ রাজ্যপালের ভাষণের উপর আলোচনা। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভায় ছুটি  থাকবে।  ১৭ ফেব্রুয়ারি সোমবার ফের রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা হবে। এরপর ১৮ ও ১৯ তারিখ বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা।

    এদিকে  ১০ মার্চ থেকে ১৯ মার্চ বিধানসভা পেশ করা হবে দফাওয়াড়ি বাজেট। তখন সরকার যদি কোনও গুরুত্বপূর্ণ বিল পেশ করা হয়, সেই বিল নিয়েও আলোচনা হবে। স্পিকার জানান, 'রাজ্যপাল কয়েকটি বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল শুনেছি। কিন্তু বিলগুলি এখন কী অবস্থায় রয়েছে, তা বলতে বলতে পারব না'। সঙ্গে প্রশ্ন, 'রাজ্যপালের দাবি, কোনও বিল নাকি রাজভবনে পেন্ডিং নেই, এটা উনি কীভাবে বললেন'?

    গতবার বিধানসভা বাজেট অধিবেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের যুক্তি ছিল, আলাদা কোনও অধিবেশন নয়। চলতি অধিবেশনে যেহেতু বাজেট পেশ করা হচ্ছে, সেকারণেই রাজ্যপাল আমন্ত্রণ জানানো হয়নি। তবে এবার রীতিমাফিক রাজ্যপালের ভাষণের মাধ্য়মে শুরু হচ্ছে বাজেট অধিবেশন।

  • Link to this news (২৪ ঘন্টা)