• জিরো টলারেন্স নীতি নিচ্ছে বোর্ড! এবার মাধ্যমিক পরীক্ষায় আরও কড়া নিয়ম...
    ২৪ ঘন্টা | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • Madhyamik 2025: সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থী ৯ লাখ ৮৪ হাজার ৭৫৩ জন। তারমধ্যে ছাত্র ৪ লাখ ২৮ হাজার ৮০৩। আর ছাত্রী ৫ লাখ ৫৫ হাজার ৯৫০ জন। পরীক্ষা শুরুর আগে এদিন সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা সংক্রান্ত নিয়মকানুন বিশদে ঘোষণা করেন তিনি। 

    এবার পরীক্ষায় গ্যাজেট নিয়ে খুব কড়া অবস্থান নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন পর্ষদ সভাপতি স্পষ্ট জানান, গ্যাজেট ইস্যৃতে জিরো টলারেন্স থাকবে। গ্যাজেট নিয়ে ধরা পড়লে সম্পূর্ণ পরীক্ষা বাতিল। পরীক্ষা ব্যবস্থায় নতুন নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের স্মার্ট গ্যাজেটের ব্যবহার নয়। এই ধরনের কোনও জিনিস পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হলে পরীক্ষা বাতিল করা হবে। ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

    পর্ষদ সভাপতি জানান, পরীক্ষার্থীদের চেকিং করা হবে। প্রশ্নপত্র দেওয়ার আগে, কোনও গ্যাজেট আছে কিনা সেই বিষয়ে সতর্ক করা হবে। প্রশ্নপত্র দেওয়ার পর গ্যাজেট আছে ধরা পড়লে, পরীক্ষা বাতিল করা হবে। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সকাল সাড়ে ৯টা। মোট পরীক্ষাকেন্দ্র ২৬৮৩টি। তারমধ্যে ৯৪৭টি মেইন ভেন্যু আর ১৭৩৬টি ভেন্যু। মালদা জেলার প্রতিটি ভেন্যুতে অ্যাডিশনাল সুপার ভাইজার থাকবেন। একটি অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

    পাশাপাশি বহু পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড না পাওয়ার দায়ে স্কুলগুলিকেই দুষেছেন পর্ষদ সভাপতি। তিনি বলেন, অ্যাডমিট কার্ড না পাওয়ার দায় স্কুলগুলির। কিছু স্কুল এটা ইচ্ছাকৃতভাবে করেছে। কিছু স্কুল তাদের পরীক্ষার্থীদের এনরোল করায়নি। ১৩৬টি স্কুল ঠিকমতো অ্যাডমিট কার্ড দেয়নি। সেখানে মামলা হয়েছে। ১৩৬টি স্কুলের ১৮১ জন পরীক্ষার্থী গতকাল সন্ধ্যা ৬টা থেকে এনরোল করেছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থীদের সংখ্যা ৬২ হাজার বেশি। তবে মূল পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।

  • Link to this news (২৪ ঘন্টা)