• বাংলাদেশ থেকে এসে এগরায় সংসার! জাল নথি-সহ জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২
    প্রতিদিন | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: স্ত্রীর সঙ্গে বিবাদ। দাম্পত্য অশান্তির জল গড়ায় থানায়। আর তাতেই বিপদ। জঙ্গি সন্দেহে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে গ্রেপ্তার ২ জন। জঙ্গি সন্দেহে পাকড়াও করা হয় তাদের। যদিও যে মহিলা অভিযোগ দায়ের করেন তিনি বর্তমানে ফেরার। এই দুই কী কারণে বাংলাদেশ থেকে ভুয়ো নথিপত্র-সহ বাংলায় আসে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    ধৃতরা কুরবান মণ্ডল ও ইমরান হোসেন। তারা দুজনে এগরার ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর বাজারে থাকত। ওই এলাকার বাসিন্দা সুকুমার মান্নার বাড়ির ভাড়াটিয়া ছিল দুজনে। মাসখানেক ধরে স্ত্রীকে নিয়ে সেখানে থাকত তারা। কুরবান আর্য়ুবেদির ওষুধ বিক্রেতা এবং রাজমিস্ত্রির পরিচয় দিত ইমরান। দিনকয়েক আগে ধৃত কুরবানের সঙ্গে স্ত্রী মুক্তা বিবির অশান্তি চরমে পৌঁছয়। মুক্তা এগরা থানার অন্তর্গত নেগুয়া ফাঁড়িতে যান। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ পাওয়ামাত্র সুকুমার মান্নার বাড়িতে পৌঁছয় পুলিশ। তদন্ত করতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। তাঁরা দেখেন, ধৃত ইমরান বাংলাদেশের নাগরিক। ওই দুজনে জাল নথিপত্র তৈরি করে। নাম বদলে ইব্রাহিম হোসেন হয় সে। ভুয়ো পরিচয়পত্রে ঠিকানায় লেখা উত্তর ২৪ পরগনার কেউটসা বুরুজ গ্রামে। তবে তা সত্ত্বেও কেন এগরায় বসবাস করত ওই দুজনে, তা এখনও স্পষ্ট নয়। নাশকতার ছক কষেছিল তারা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই দুই যুবকের স্ত্রী নিখোঁজ। শুক্রবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
  • Link to this news (প্রতিদিন)