• ঘরে দেওরের ঝুলন্ত মৃতদেহ, বউদিকে পেটাল স্থানীয়রা, পরকীয়া নাকি সম্পত্তি নিয়ে বিবাদ?
    প্রতিদিন | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে দেওরের। আর সেই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাটে। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমন অভিযোগ করে বাড়িতে হামলা চালাল এলাকার বাসিন্দারা। মৃতের বউদি ও তাঁর নাবালক ছেলেকে ব্যাপক মারধর করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যুবকের মৃত্যুর পিছনে কি কোনও পরকীয়াজনিত কারণ আছে? নাকি সম্পত্তি নিয়ে বিবাদ? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বলরাম দাস (৩২)। বৃহস্পতিবার রাতে ন্যাজাট থানার হারদার পাড়া এলাকার বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বলরামের দাদা-বউদি তাঁকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে যুবককে মৃত  বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ পরে হাসপাতাল ও মৃতের বাড়িতে যায়। এদিকে ওই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    স্থানীয় বাসিন্দারা এদিন ওই বাড়িতে গিয়ে হামলা চালান। মৃতের বউদি অপর্ণা দাস ও তাঁর নাবালক ছেলেকে ঘর থেকে বার করে এনে মারধর করা হয়। বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় গণ্ডগোলের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

    কেন কাউকে না জানিয়ে, মৃতদেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল? বলরামকে খুন করা হয়েছে বলে অভিযোগ একটা অংশের। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার জেরে কি এই ঘটনা? নাকি সম্পত্তি নিয়ে বিবাদ? এমন একাধিক প্রশ্নও উঠে আসছে। জানা গিয়েছে, বলরামের স্ত্রী কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তাঁকেও মৃত্যুর খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত অপর্ণা নিরাপত্তার দাবি জানিয়েছেন পুলিশের কাছে। পুলিশ আসার পরেই হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালান বলে অভিযোগ।
  • Link to this news (প্রতিদিন)