• ৪ বছর প্রেমের পর আচমকা বিচ্ছেদ! বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় যুবক
    প্রতিদিন | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: হঠাৎ সম্পর্ক ছেদ করেছে প্রেমিকা। বিয়ের দাবিতে তরুণীর বাড়ির সামনে ধরনায় বসলেন প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়িতে। পরে পুলিশের মধ্যস্থতায় বাড়ি ফেরেন যুবক।

    জানা গিয়েছে, শিলিগুড়ির শান্তিনগরের হাউজিং মাঠ এলাকার বাসিন্দা অসীম বিশ্বাস। তাঁর সঙ্গে দীর্ঘ চার বছর ধরে সম্পর্ক ছিল ডাবগ্রাম এলাকার এক যুবতীর। ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। ওড়িশার একটি সংস্থায় একসঙ্গে চাকরিও করতেন তাঁরা। চার বছর সম্পর্কের পর নাকি হঠাৎই প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দেন। এতে মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন অসীম। যদিও সে চেষ্টা বিফলে যায়। এরপর বৃহস্পতিবার বিভিন্ন ছবি দিয়ে পোস্টার তৈরি করে তা নিয়ে ডাবগ্রামে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসেন অসীম। অন্যদিকে, অবস্থা বেগতিক দেখায় প্রেমিকার বাড়ির থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। অবশেষে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে প্রেমিক অসীম বিশ্বাসকে বুঝিয়ে ধরনা তুলে দেয়।

    প্রেমিক অসীম বিশ্বাস বলেন, “দীর্ঘ চার বছর সম্পর্কের পর হঠাৎই বাড়ির চাপে সম্পূর্ণ রকম যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিকা। বাড়িতেও যাওয়া আসা ছিল। বহু চেষ্টার পর জানতে পেরেছি বাড়ির লোক ওকে চাপ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করিয়েছে। কোনওভাবে যোগাযোগ না করতে পেরে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলাম। কিন্তু কপাল জোরে বেঁচেছি। এবার পোস্টার হাতে নিয়ে ডাবগ্রাম পলিটেকনিক কলেজের পাশে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসেছি।” প্রেমিকার মা দীপা বণিক বলেন, “আমার মেয়ের সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ও বন্ধুত্ব ছিল তা আমরা জানি। কিন্তু মেয়ে এখন চাইছে না ওর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে। এতে আমাদের কিছু করার নেই। প্রয়োজনে ছেলেটির বিরুদ্ধে থানায় গিয়ে আইনি পদক্ষেপ করব।”
  • Link to this news (প্রতিদিন)