• যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত SFI সদস্য ছাত্র
    হিন্দুস্তান টাইমস | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ SFI সদস্যের বিরুদ্ধে। ছাত্রীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ করেনি তাঁরা। ওদিকে SFIএর দাবি, আগেই বহিষ্কার করা হয়েছে ওই ছাত্রকে।

    নির্যাতিতা ছাত্রী সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ শেয়ার করে অভিযোগ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের এক ছাত্র, যিনি আবার SFIএর সদস্য তাঁর শ্লীলতাহানি করেছেন। এই ঘটনার কথা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিকে জানালেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তারা। উলটে অভিযুক্ত ছাত্র নির্যাতিতাকে হুমকি দিচ্ছেন।

    বিশ্ববিদ্যালয়ের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকি ভবনের সামনে বিক্ষোভে বসেন বেশ কয়েকজন ছাত্রী। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বিশ্ববিদ্যালয়কে।

    ওদিকে SFIএর দাবি, ওই ঘটনা ঘটার আগেই গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ছাত্রকে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। আক্রান্ত ছাত্রীর প্রশ্ন, তাহলে কেন সেই নথি আগে প্রকাশ্যে আনল না এসএফআই। নির্যাতিতা জানিয়েছেন, এই ধরণের অভিযোগে অভিযুক্তদের বরাবর আড়াল করার চেষ্টা করে SFI.

    ওদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বার বার এই ধরণের ঘটনা ঘটায় সেখানে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কখনও অধ্যাপকের বিরুদ্ধে তো কখনও অন্য ছাত্রের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হলেও কোনও প্রশ্নের জবাব দেয়নি কর্তৃপক্ষ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)