সপ্তাহান্তে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন, শহরের কোন কোন রাস্তায় চলবে না গাড়ি?
হিন্দুস্তান টাইমস | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আগামী রবিবার হাফ ম্যারাথন'। সেই কারণে ওই দিন এবং তার আগের রাতে শহরে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। যাঁরা বিভিন্ন গাড়িতে সওয়ার হয়ে অথবা হেঁটে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করবেন, তাঁদের ওই সময় এই ট্রাফিক অ্য়াডভাইজরি মেনে যাতায়াত করতে হবে।
কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে, আগামী রবিবারের অনুষ্ঠান উপলক্ষে কলকাতা ময়দান চত্বর-সহ শহরের একাধিক এলাকায় যানচলাচল ও পথচারীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা পুলিশের জারি করা নির্দেশিকা অনুসারে - ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত, একাধিক প্রধান সড়কে সমস্ত ধরনের মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই প্রধান সড়কগুলির মধ্যে রয়েছে - আরআর অ্যাভিনিউ, এজেসি বোস রোড, খিদিরপুর রোড ইত্য়াদি।
আগামী রবিবার - অর্থাৎ - হাফ ম্য়ারাথন চলাকালীন ও তার আগে থেকেই রেড রোড-সহ কলকাতা ময়দান এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে। এই নির্দেশিকা আপাতত কার্যকর থাকছে - ৮ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু, এই সময়সীমা বাড়তে পারে। বস্তুত, অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তায় গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। এর ফলে সংশ্লিষ্ট সময়ের মধ্যে একাধিক ঘুরপথে যানচলাচল করানো হবে।
ওল্ড কোর্ট হাউস স্ট্রিট বরাবর দক্ষিণমুখী গাড়িগুলিকে এসপ্ল্যানেড রো ইস্টের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
মা ফ্লাইওভার ও খিদিরপুর রোড দিয়ে যে গাড়িগুলির যাতায়াত করার কথা, সেগুলিকেও অন্য রাস্তা দিয়ে ঘুরপথে চালানো হতে পারে। যাতে যানজট এড়ানো সম্ভব হয়।
হাফ ম্যারাথন চলাকালীন ভোর ৪টে ৩০ মিনিট থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে গাড়ি পার্ক করা নিয়েও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ওই সময়ের মধ্যে যে রাস্তাগুলিতে গাড়ি পার্ক করা যাবে না, সেগুলি হল - খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড। এছাড়াও, ম্যারাথন চলাকালীন আশপাশের একাধিক রাস্তায় কিছুক্ষণের জন্য পার্কিং নিষিদ্ধ করা হতে পারে।