• ডানকুনিতে শুটআউট, গুলিবিদ্ধ ১ যুবক
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ডানকুনিতে চলল গুলি। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন বান্টি সাউ নামে এক যুবক। তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বান্টি পেশায় জেসিবি চালক। কী কারণে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো? তা স্পষ্ট নয়। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। 

    স্থানীয়দের দাবি, ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটি কাছে এই ঘটনাটি ঘটেছে। বাইকে করে দিল্লি রোড ধরে কলকাতা যাচ্ছিলেন বান্টি। পথেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এলাকাবাসীর দাবি, তাঁর বুকের বাঁ দিকে গুলি লাগে। আহত বান্টিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

    বান্টির বাবা রাজকুমার শাউ জানান, ডানকুনি বন্দের বিলে তাঁদের বাড়ি। ছেলে জেসিবি চালায়। কে বা কারা এই ঘাতক হামলা করল বান্টির উপরে? সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। রাজকুমারের কথায়, ‘এখনও পর্যন্ত জানি ছেলে দুর্ঘটনার শিকার। গুলি চলেছে বলে শুনিনি।’ ঘটনাস্থলে পৌঁছেছেন চন্দননগর থানার আধিকারিকরা। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে গোটা এলাকা থমথমে।

    বান্টির সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)