১৪ দিন বন্ধ থাকছে উত্তর কলকাতার কাশী মিত্র শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি। বাগবাজারের এই শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার কারণে জনসাধারণকে সমস্যায় পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। চুল্লি সংস্কারের কাজ চলার জন্যেই তা বন্ধ রাখার কথা জানিয়েছেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।
কলকাতা পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৭ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত কাশী মিত্র শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে চুল্লিতে মৃতদেহ সৎকার হবে না। চুল্লির সংস্কার ও সংশ্লিষ্ট কাজ শেষ হওয়ার পর ২১ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকেই পুনরায় চুল্লিটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ কলকাতার শ্মশানগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। মাত্র একটি বৈদ্যুতিক চুল্লি নিয়ে চলে এই মহাশ্মশান। উত্তর কলকাতা ও শহরতলির শবদাহ হয় এই শ্মশানেই। এই শ্মশান ঘাটে আরও একটি বৈদ্যুতিক চুল্লির নির্মাণের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে। কিন্তু, দীর্ঘ দিন অপেক্ষা করা সত্ত্বেও সেই অনুমতি মেলেনি। তাই বাধ্য হয়েই এ বার শ্মশান বন্ধ রেখে একটি মাত্র বৈদ্যুতিক চুল্লির সংস্কার করা হচ্ছে।