মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনওমতেই ব্যাঘাত না ঘটে সে জন্য পিছল বাংলা গানের ব্র্যান্ড ‘ক্যাকটাস’-এর মেদিনীপুর কনসার্টের দিনক্ষণ। কবে শো হবে? নতুন তারিখ জানানো হলো প্রশাসনের তরফে।
১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতে পড়াশোনায় কোনও ব্যাঘাত না ঘটে সে জন্য শুক্রবার থেকে উচ্চস্বরে মাইক বাজানোর উপরে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মাইক ব্যবহার করে করা যাবে না কোনও অনুষ্ঠানও। তবে কিছু ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়ে বন্ধ ঘরের মধ্যে মাইকের ব্যবহার করা যেতে পারে, শুক্রবার তা জানান জেলাশাসক খুরশিদ আলি কাদেরি।
এ দিকে ৮ তারিখ মেদিনীপুর শহরে ‘ক্যাকটাস’-এর শো ছিল। জেলাশাসকের নির্দেশ সামনে আসার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মেদিনীপুর পুরসভা শনিবারের এই অনুষ্ঠান বাতিল করে। শনিবার শহরের গীতাঞ্জলি মুক্তমঞ্চে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে এ বার এই অনুষ্ঠান হবে ২২ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষা শেষের পরে।
মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান, শহরে অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তন হয়েছে অনুষ্ঠানের স্থানও। মেদিনীপুরের বার্জটাউনের মাঠে হবে ক্যাকটাসের অনুষ্ঠান।
সৌমেন খানের কথায়, ‘আমরা আমন্ত্রিতদের কাছে দ্রুত এই দিনক্ষণ, অনুষ্ঠানের জায়গা বদলের বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। ওই দিনেই অনুষ্ঠান হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।’