সজনে ডাঁটা থেকে শুরু করে বাইক-চোরেদের ‘নেক নজর’ থেকে বাদ যাচ্ছিল না কিছুই। গত এক মাস ধরে রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাসিন্দারা। আর এই উৎপাত ঠেকাতে ফন্দি এঁটেছিলেন গ্রামেরই এক বাসিন্দা। চোর যে কোনও দিন তাঁর বাড়িতেও হাতসাফ করতে পারে, সেই আশঙ্কা থেকে তিনি মাটির বাড়িতে লাগান সিসিটিভি। আর সেই ক্যামেরায় ধরা পড়ে চোরের ছবি। তা দেখেই গ্রেপ্তার এক গুণধর। বৃহস্পতিবার ডেবরা ব্লকের অন্য এলাকা থেকে চোর সন্দেহে আরও ৫ জনকে পাকড়াও করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলা পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, গত এক মাস ধরে ডেবরা ব্লকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল চোরেদের দল। ঘরে রাখা খাবার জিনিস থেকে শুরু করে সাইকেল, বাইক, সমস্তকিছু চুরি যাচ্ছিল। গত বুধবার রাতে ডেবরা ব্লকের ভবানীপুর অঞ্চলের সিংগারগড় এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। সেই বাড়ি মাটির ছিল। কিন্তু সেখানে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, তা জানত না চোর।
ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া সূত্র ধরেই বৃহস্পতিবার সকালে এক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। যে ব্যক্তির বাড়িতে চুরি হয়েছিল তিনি তাঁর পরিচয় সামনে আনতে চাননি। তাঁর কথায়, ‘এলাকায় যে ভাবে চুরি বাড়ছিল তাতে বাধ্য হয়েই বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। তা যে এ ভাবে কাজে এসে যাবে, তা বুঝতে পারিনি।’
অন্যদিকে, বৃহস্পতিবার সকালেই ডেবরা ব্লকের ভবানীপুর অঞ্চলের বাগুয়ান এলাকায় পাঁচ চোরকে হাতেনাতে পাকড়াও করেন গ্রামবাসীরা। তারপর তাদের বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই ৫ সন্দেহভাজনকে উদ্ধার করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার হওয়া চোর এই পাঁচজনের সঙ্গী বলে পুলিশের প্রাথমিক অনুমান। শুক্রবার ৬ জনকেই মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।