টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...
আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেশজুড়ে। আগামী ২৪ মার্চ এবং ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়শনের চেয়ারম্যান সঞ্জয় দাস জানিয়েছেন, ‘ব্যাঙ্কের সমস্ত ইউনিয়নের যৌথ মোর্চা, চারটি অফিসার অ্যাসোসিয়েশন এবং পাঁচটি ক্লারিকাল ইউনিয়নের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ২৪ এবং ২৫ মার্চ দুদিন ব্যাঙ্ক ধর্মঘট হবে দেশজুড়ে’। তিনি জানিয়েছেন, বেশ কয়েক দফা দাবি রয়েছে। বর্তমানে সব অফিসই মাসে পাঁচ দিন খোলা থাকে।
কিন্তু ব্যাঙ্কের ক্ষেত্রে মাসের শুধুমাত্র দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ রাখা হয় ব্যাঙ্ক। সঞ্জয় জানান, পাঁচ দিনই ব্যাঙ্ক খোলা রাখতে হবে। অর্থাৎ মাসের যে দুই শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে সেই দু’দিনও বন্ধ রাখতে হবে ব্যাঙ্ক। পাশাপাশি, ব্যাঙ্কিং সেক্টরে শূন্যপদে নিয়োগ করতে হবে। ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়শনের চেয়ারম্যান জানান, বর্তমানে দেড় থেকে দু’লক্ষ শূন্যপদ ব্যাঙ্কে। কর্মী কম থাকার কারণে ঠিকমত পরিষেবা পাচ্ছেন না গ্রাহকরা। পাশাপাশি, চাপ বাড়ছে ব্যাঙ্ক কর্মচারীদের ওপরেও। তবে অর্থনৈতিক বর্ষের শেষে দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় চাপ পড়তে পারে সাধারণ মানুষ সহ অন্যান্য সেক্টরেও এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।