• ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভর সন্ধ্যায় রক্তারক্তি কাণ্ড। ডানকুনিতে চলল গুলি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ। 

    এই ঘটনায় গুলিবিদ্ধ হন বান্টি সাউ নামে এক যুবক। তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় বান্টির। জানা গিয়েছে, বান্টি পেশায় জেসিবি চালক। ঠিক কী কারণে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হল? তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। 

    স্থানীয়দের দাবি, ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে এই ঘটনাটি ঘটেছে। বাইকে করে দিল্লি রোড ধরে কলকাতা যাচ্ছিলেন বান্টি। পথেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এলাকাবাসীর দাবি, তাঁর বুকের বাঁ দিকে গুলি লাগে। আহত বান্টিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

    বান্টির বাবা রাজকুমারবাবু জানান, কে বা কারা এইভাবে হামলা করল বান্টির উপরে? সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তিনি জানিয়েছেন, 'ছেলে দুর্ঘটনার শিকার। গুলি চলেছে বলে শুনিনি।’ ঘটনাস্থলে পৌঁছেছেন চন্দননগর থানার আধিকারিকরা। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে গোটা এলাকা থমথমে। বান্টির সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (আজকাল)