নিউটাউনে নাবালিকার দেহ উদ্ধার, ধর্ষণ-খুন বলে অনুমান
বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন পরিত্যক্ত একটি এলাকা থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার! আজ, শুক্রবার সকালে স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। এরপরই পুলিসকে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, দেহের নিম্নাঙ্গে কোনও পোশাকই ছিল না। তাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। এদিন অকুস্থলে আসে ফরেন্সিক টিমও। দেহের আশপাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়। আসেন ডিসি নিউটাউন মানব সিংলাও। ইতিমধ্যেই নাবালিকার দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বিধাননগর থানার পুলিস। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে, নাবালিকার পরিচয় জানার পরই তার পরিজনদের খবর দেওয়া হয়। তাঁরা হাসপাতালে এসে দেহটি শনাক্ত করেন। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই ওই নাবালিকা নিখোঁজ ছিল। এরপর আজ তার দেহ উদ্ধার করে পুলিস। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে, এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।